চট্টগ্রাম সীতাকুণ্ডে ৩ দিন ব্যাপি জাতীয় স্হানীয় সরকার দিবস-২০২৩ উন্নয়ন মেলা উপলক্ষ্যে শেষ দিনে সীতাকুণ্ড মডেল থানা কর্তৃক স্হাপিত একটি স্টলে আসা দর্শনার্থীদের উন্নত তথ্য প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন ধারনা দেয়া হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত জাতীয় স্হানীয় সরকার দিবস-২০২৩ মেলার শেষ দিনে সকাল ১১টায় মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদের নেতৃত্বে পুলিশ স্টলে উন্নত তথ্য প্রযুক্তি ধারনা দেয়া এবং জিডি মূলে নগদ টাকাসহ হারানো ডকুমেন্ট উদ্ধার করা হয়।
উপস্হিত মেলার পুলিশ স্টল থেকে উদ্ধারকৃত বিকাশ ফ্রট থেকে ২টি জিডি মূলে ১৩২০০/- টাকা, পাঁচটি ডকুমেন্টস হারানো জিডি,একটি হারানো মোবাইল জিডি মূলে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেয়া হয়।
সেখানে উপস্হিত ছিলেন,মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সোহেল খাঁন,এএসআই হাবিব,অপারেটর মোঃ রায়হান উদ্দিন প্রমূখ।