কাইয়ুম চৌধুরীঃ
বিভিন্ন রকম মানবিক কাজের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুরপাড়ার বাসিন্দা জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ। কক্সবাজারের বিলাসবহুল রাধিকা হোটেলের ব্যবস্থাপনা পরিচালক জসিম এরইমধ্যে ঘোষণা দিয়েছেন আরও মানবিক কাজের।
সম্প্রতি ১০০টি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। তবে নতুন করে নয়, বরং নির্মাণাধীন এমন মসজিদ নির্মাণে সহায়তা করবেন তিনি। মসজিদপ্রতি ৫ লাখ টাকা করে দিবেন। মোট ৫ কোটি টাকা দান করবেন। এরইমধ্যে মানুষ পাঠিয়ে নির্মাধীন মসজিদের যাচাই-বাছাই শুরু করেছেন। পরে বিতরণ করা হবে দানের টাকা।
এর আগে ওই ব্যবসায়ী ১০০ গরীব অসহায় ছেলে-মেয়ের বিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে বিয়ে দিয়েছেন ২৫টির বেশি। গত ১ মার্চ বর্ণাঢ্য আয়োজনে তার নিজ বাড়িতে অসহায় দুই বর-কনের বিয়ে দিয়েছেন। এ বিয়েতে উভয়ের পরিবারের আত্মীয়-স্বজনসহ ৫ শতাধিক বরযাত্রীকে খাওয়ানো হয়। ব্যবহারের জন্য খাট, আলমারি, সোফা ও আলনাসহ নানা আসবাবপত্র দেয়া হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply