নাটোর সংবাদদাতাঃ
নাটোর (০১)আসনের এমপি আবুল কালাম আজাদ বলেছেন, ‘সংসদ নির্বাচনে জয়লাভ করতে এক কোটি ২৬ লাখ টাকা খরচ করতে হয়েছে। এই টাকা আমি তুলবো তা যেভাবেই হোক। এটুকু অন্যায় আমি করবোই। তার বেশী করব না।’
[video width="768" height="576" mp4="https://www.deshynews24.com/wp-content/uploads/2024/03/received_252730187917532.mp4"][/video]
২৬ মার্চ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার এই বক্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এমন বক্তব্যকে তিনি মজা করে দেওয়া বক্তব্য বলে দাবী করেন।এসময় এমপি আবুল কালাম আজাদ আরও টাকা খরচের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার,উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী সহ উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মিরা।
এবিষয়ে এমপি আবুল কালাম আজাদের বক্তব্য চাইলে তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় মজা করে তিনি কথাটা বলেছেন। এমন অনেক কথায় বলতে হয় তাদের। এসব সিরিয়াস কোন বক্তব্য নয়।