বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে অনুমোদনহীন অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুইটি কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানার করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের সৌখিন সেমাই কারখানা এবং দিওড় ইউনিয়নের শৌলাহারে রুবেল সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সামনে ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার শৌলাহার ও পৌরশহর এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় দুই সেমাই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মত বিরামপুর কয়েকটি সেমাই কারখানায় সেমাই তৈরি হচ্ছে। সেখানেই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি অপরাধে দুই কারখানা মালিককে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।