মোঃ শাহারিয়ার সুমনঃ
হালিশহরের প্রাণ কেন্দ্র দুরন্ত বাজার সুপার শপে গরুর মাংস ৬৪০ টাকা করে বিক্রি শুরু করল দুরন্ত বাজার সুপার শপ। উপচে পরা কাস্টমারের চাপে সরজমিনে দেখা গেল আজ মঙ্গলবার দুরন্ত বাজার বিশাল অফার। প্রতি কেজি গরু ও মহিষের মাংস ৬৪০ টাকা ধরে বিক্রি শুরু হলো।
[video width="832" height="480" mp4="https://www.deshynews24.com/wp-content/uploads/2024/04/VID-20240402-WA0019.mp4"][/video]
পবিত্র মাহে রমজান সাধারণ মানুষের কথা চিন্তা করে দুরন্ত বাজার সুপার শপের বিশেষ ছাড় বিভিন্ন পণ্যের উপরে ৫% ও ভ্যাট মুক্ত গ্রাহকের সুবিধা দিয়ে যাচ্ছেন, এবং দুরন্ত বাজার সুপার শোপ পরিচালক নূর মোহাম্মদ শাহেদ বলেন, আমার চিন্তা ভাবনা হচ্ছে মুসলমানের ধর্মীয় পালন করার মাস পবিত্র মাহে রমজান, এ-মাসে সকল পণ্যের উপরে ভ্যাট মুক্ত এবং ৫% ছাড় দিয়ে পণ্য বিক্রি করব ইনশাআল্লাহ।
এবং প্রতি সাপ্তাহে ৫০ থেকে ৬০ টা মহিষ চারটি গরু জবাই করছি আজকে ছয়টি গরু দুইটি মহিষ জবাই করেছি তারপরও মানুষের উপচে পরা ভিড়। চেষ্টা চালিয়ে যাচ্ছি যথাসাধ্য মানুষকে মাংস সরবরাহ করার জন্য।
মাংসের জন্য ধনী গরিব সকল পেশাজীবী , সাধারণ ক্রেতারা বলেন রমজানের পরও যদি এভাবে মাংস সরবরাহ করে আমরা সাধারন মানুষরা খুব খুশি হবো।
নুর মোহাম্মদ বলেন, মানুষ আমার সুপার সপে এসে ভিড় করছেন আপনারা দেখতে পেরেছেন যেখানে গরুর মাংস বাজারে বিক্রি করা ৮৫০ থেকে ৯০০ টাকায় ওই জায়গায় আমরা বিক্রি করতেছি ৬৪০ টাকা করে তাই মানুষের দোয়া ও ভালবাসায় আমার প্রতিষ্ঠান সুনামের সাথে অত্র এলাকায় মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবো মানবসেবায় এক ধরনের এবাদত সততা আমাদের ব্যবসা ।