নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে সীতাকুণ্ডে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে, চেয়ারম্যান পদে- (০২) জন, ভাইসচেয়ারম্যান পদে- (০২)জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে -+০৩)জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। প্রার্থীগন সকলেই আওয়ামীলীগ দলীয় নেতৃবৃন্দ।
তারা হলেন চেয়ারম্যান প্রার্থী বাশঁবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী (রাজু) তিনি (আনারস প্রতিক চেয়েছেন)। আরেকজন জেলা আওয়ামীলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ (মন্জু) তিনি প্রতিক হিসেবে চেয়েছেন (দোয়াত-কলম)।
এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা হয়েছেন তারা হলেন, শ্রমিকলীগ নেতা কাজী গোলাম মহিউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও সীতাকুন্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ।
আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা, তারা হলেন উপজেলা মহিলা যুবলীগ নেত্রী শাহিনুর আক্তার (বিউটি), মহিলা আওয়ামী লীগ সমর্থক হাদিদা আক্তার,মহিলা আওয়ামী লীগ সমর্থক শামীমা আক্তার।
উল্লেখ্য যে,ইতিপূর্বে যারা সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান পদে ছিলেন তারা হলেন মুক্তিযুদ্ধা আইনুল কামাল (১৯৮৫), ইমতিয়াজ ইকরাম (১৯৯০), আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া(২০০৯), এস এম আল মামুন (২০১৪-২৩)।