ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের ছাতক থানার ওসি শাহ আলম।
তাকে এই পুরস্কার দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার), (পিপিএম-সেবা)। সিলেটে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা শেষে গতকাল মঙ্গলবার দুপুরে এক অনুষ্টানে তাকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক মানদণ্ডের বিচারে গত জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত গত ৩ মাসের সার্বিক অপরাধ নিয়ন্ত্রণের পর্যালোচনায় সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ আলম। ছাতক থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে শ্রেষ্ট ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।
ছাতক থানার ওসি শাহ আলম জানান, থানার সব অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই তার এই অর্জন সম্ভব হয়েছে। সিলেট বিভাগের এই শ্রেষ্ঠত্ব থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন তিনি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply