ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে ঘোরাফেরা করে চলাচলরত বাল্কহেড ও কার্গোসহ মালবাহী নৌযানের লোকদের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার অপরাধে ৪ ব্যক্তিকে আটক করেছে ছাতক নৌ পুলিশ। গত বুধবার ভোরে ছাতক নৌ-পুলিশের উপ-পরিদর্শক বাদল ফকিরের নেতৃত্বে থানার বিপরীত সুরমা নদীর উত্তর পার এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহজনক ভাবে তাদেরকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেষপুর গ্রামের সোলেমান আলীর ছেলে আবদুল হাফিজ, কোচ বাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে জামিল আহমদ, দক্ষিণ গনেষপুর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে কামিল হোসেন ও ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে রুয়েল আহমদ।
পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম গোলাম মুস্তাফা মুন্নার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনপ্রতি ২শ’ টাকা করে জরিমানা আদায়ের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাতক নৌ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূলত তাদের উদ্দেশ্য ছিল গণ উপদ্রব সৃষ্টি করা।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply