দেশি নিউজ-
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখনপর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে
১. প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেঁড়ার দাগ মিথ্যা (কালবেলা)। পরে স্বীকার করেছেন দাগ থাকে (যমুনা, সময় টিভি)।
২. আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া হয় না (এটিএন নিউজ)। কিন্তু চিকিৎসা বাবদ মাসে ৩০/৩৫ লাখ টাকার খরচ হয় (ফেস দ্যা পিপল)।
৩. ৮৩৫টি লাশের হিসাবে সম্পূর্ণ গরমিল (ফেস দ্য পিপল)। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনো দেখাতে পারেননি (বেশিরভাগ ডকুমেন্ট তার নিজের তৈরি করা)।
৪. নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন। ডাক্তারের সিল সাক্ষর জাল করেন (যমুনা টিভি, এটিন নিউজ)।
৫. তিনি আশ্রমে কোনো চিকিৎসা দেন না (এটিএন নিউজ)। কিন্তু ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিশালবহুল গাড়ি কিনেছেন। যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে (কালবেলা)।
৬. তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখনো প্রমাণ দেখাতে পারেননি (কালবেলা)।
৭. আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজে হাতে পিটিয়েছেন এমন অন্তত ৮/১০ জনের সাক্ষাৎকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে (সময় টিভি, এটিএন নিউজ, যমুনা)।
৮. তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে। এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ। তিনি এখানে কী করেন জানা দরকার (যমুনা, এটিএন)।
৯. মসজিদে বিনামূল্যে লাশ গোসল-জানাজা করালেও
কাটাছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন ২/৩ হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে ২/৩ জন নিয়ে কাজ সেরে ফেলেন। কারণ কী? (প্রায় সকল মিডিয়া)
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply