কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ জাহানাবাদের মাদামবিবিরহাট বাজারের দক্ষিণ পশ্চিম দিয়ে এই সড়ক দিয়ে গ্যাস লাইন হয়ে ইমাম হোসেন জামে মসজিদে যাওয়া হয়।
মাদাম বিবির হাট বাজার, হাই স্কুল, প্রাইমারী স্কুল ও মাদাম বিবির হাট মাদ্রাসার ছাত্রছাত্রী সহ এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই গুরুত্ব পূর্ণ সড়কের উপর যাতায়াতে নির্ভশীল।
সরকারি বিএস খতিয়ানে রাস্তার কোথাও ৩০ ফুট কোথাও ১৫ ফুট উল্লেখ থাকলেও সরেজমিনে ৮ ফুট ও নেই।
পানি নিস্কাসনের ড্রেইন নেই।
রাস্তার সীংহভাগ জায়গা পাশ্বে বসবাসকারী ( সাময়িক প্রভাবশালী রা) দখল করে ভাড়া ঘর নির্মাণ করে ভোগদখল করছে দীর্ঘ দিন।
প্রতিবার স্থানীয় নির্বাচনের আগে প্রার্থীরা এসে এই রাস্তাটা জিয়ারত করে কিছু আশ্বাস দিয়ে চলে যান।
কিন্তু অজানা কারণে রাস্তাটি হচ্ছেনা আজ ২০ বছর।
বর্তমানে সমুদ্র পাহাড়ের অপরুপ সীতাকুণ্ডের আনাচে কানাচে যখন উন্নয়নের ছোয়া লাগে সকল রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সহ পিচ ডালা হ'য়ে গেছে সেখানে এত জনবহুল স্থানে গুরুত্বপূর্ণ সরকারি রাস্তাটা উন্নয়ন না হওয়ার কারণ কি হতে পারে।
যারা রাস্তার সরকারি জায়গা দখল করে রাখে সরকার কি তাদের চেয়ে দূর্বল???
ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন এবং ওয়ার্ডের মেম্বার সাহেবের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
উল্লেখ্য সরকারি সম্পূর্ণ জায়গা উদ্ধার করে ৩ ফুট প্রসস্ত পানি চলাচলের ড্রেইন ও ১৫ ফুট প্রসস্থ রাস্তা নির্মাণ করলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এলাকাবাসী।