শাহরিয়ার সুমন-
চট্টগ্রাম চান্দগাঁও থানায় এক দুদক কর্মকর্তা মৃত্যুর ঘটনায় দায়ের কৃত মামলার ৭ নম্বর আসামী মোহাম্মদ লিটনের মা ছেলের শোকে হার্ড স্টোক করে মৃত্যুবরণ করে, লিটনের মায়ের এরকম মৃত্যু পরিবারের সদস্যরা কোনভাবেই মেনে নিতে পারছি না এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা বলেন যে মামলায় লিটন এখন জেলখানায়, আজকে লিটনের জন্য এ পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পারি জমিয়েছেন এ মামলাটি সম্পন্ন মিথ্যা মামলা আমাদেরকে হয়রানি করার জন্য এ মামলাটি করা হয়েছে, সাবেক দুদক কর্মকর্তার স্ত্রী ও তার শ্যালক আমাদের পূর্বপুরুষের সম্পত্তি থেক বঞ্চিত করেছেন,জোর করে আমাদের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন সাবেক দুদক কর্মকর্তার স্ত্রী এ বিষয় নিয়ে কোন কথা বললে সাথে সাথে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে পরিবারের প্রতিবন্ধী থেকে শুরু করে সবাইকে মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসতেছেন তারা,সে মিথ্যা মামলায় এখন আমার ভাই লিটন জেলে আমার ভাইয়ের শোকে আমার মার মৃত্যু হয়েছে, আজ আমার মায়ের মৃত্যুর দায় কে নিবে?, লিটনের মায়ের মৃত্যুতে গোটা পরিবারের শোকে ছায়া নেমে এসেছে, এদিকে এই মামলায় জামিনে থাকা ৬ নাম্বার আসামি মোঃ জসিম এর সাথে কথা বললে তিনি বলেন আমি এসব কিছুর সাথে জড়িত নয় তবুও আমাকে আসামি করে দিয়েছে ৬ নাম্বার। দীর্ঘ পাঁচ ছয় মাস জেল খেটে জামিনে বের হয়েছি, বড় আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসতেছে সাবেক দুদুকের কর্মকর্ত স্ত্রী ও তার শ্যালক, আমি ও আমার নিরাপত্তা হীনতায় ভুগতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি এ ধরনের ভূমিদস্যুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে আসতেছি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ কিছু অসাধু মানুষের কারণে আজকে বিপথগামী এ ধরনের খারাপ মানুষদেরকে আইনের আওতায় আনা দরকার।