ছাতক, প্রতিনিধিঃ
শিল্প ও বন্দর নগরী ছাতক উপজেলাকে জেলা শহরে উন্নতি করার দাবীবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২১ মে ছাতক জেলা চাই বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয় ছাতক জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি এডভোকেট মোঃ আবুল হুসাইনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সুরমা নদীর উত্তর পাড়ে অবস্থিত ছাতকের বৃহৎ জনবহুল এবং দূর্গম ইসলামপুর ইউনিয়নকে ২ভাগে ভাগ করে আলাদা একটি ইউনিয়ন গঠন।
নোয়ারাই ইউনিয়নকে একই ভাবে ভাগ করে নতুন একটি ইউনিয়ন গঠন সহ দোয়াবাজার উপজেলার নরশিংপুর এবং বাংলাবাজার ইউনিয়ন সহ নতুন ইউনিয়নগুলা নিয়ে উত্তর সুরমা নামে পৃতক একটি উপজলা গঠন,দক্ষিন ছাতক নামে নতুন উপজেলা গঠন, এটি এঅঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী।
এসব দাবী বাস্তবায়নের মাধ্যমে ছাতক ও দোয়াবাজার অঞ্চলকে পৃতকভাবে ভাগ করে নতুন ইউনিয়ন ও উপজেলা নির্মান পূর্বক ছাতক শহরকে জেলা শহরে উন্নতি করার দাবীতে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে মর্মে প্রেস রিলিজে জানানো হয়।
ছাতক দোয়ারাবাজার উপজেলার আইনজীবী ও আইনজীবী সহকারীদের পক্ষ থেকে প্রেরিত স্মারকলিপিতে ছাতককে জেলা শহরে উন্নতি করনের জোর দাবী জানানো হয়।