ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরামের উপজেলা শাখার কমিটি গঠন ও সম্মেলন সম্পন্ন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ মোদাচ্ছির আলম সুবল।উপজেলা শাখা সভাপতি ও এল পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে ও ফোরামের শাখা সাংগঠনিক সম্পাদক ও হায়দর পুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল ইসলাম মাসুদ।
স্বাগত বক্তব্য রাখেন ফোরামের উপজেলা শাখা সাধারণ সম্পাদক এএস এম সুবিনয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান এস এম সাইদুর রহমান, কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেহান উদ্দিন, যুগ্ম মহাসচিব জ্যোতিষ মজুমদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বিশেন্দ্র কুমার দে,জাহাঙ্গীর আলম,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, শিক্ষক কামরুজ্জামান, রুহুল কবির রিজভী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক হেলালুল ইসলাম, ফোরামের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শান্ত,মহিলা বিষয়ক সম্পাদক ও চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিনা বেগম।
এ সময় সভায় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি ফজল উদ্দিন, শিক্ষক আবু খালেদ প্রমূখ।সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন শিক্ষক খলিলুর রহমান ও গীতা পাঠ করেন শিক্ষক কমল কান্ত রায় তালুকদার।সভায় জাতীয় সঙ্গীতের পর কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম সাইদুল হাসান সেলিমের উপর শোক প্রস্তাব এনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভা শেষ ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করে সভাপতি হিসেবে এ এস এম আশিকুর রহমান,সাধারণ সম্পাদক সাজাদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply