মোঃ শাহরিয়ার সুমন-
মামলার ভিকটিম বায়েজিদ বোস্তামী থানাধীন একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত মোঃ আকাশ (২৪) রাজীব নেটওয়ার্ক থ্রি ইন ওয়ান হাই স্পীড ইন্টারনেট সার্ভিস, বার্মা কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামে ওয়াইফাই ও ডিস লাইনের কর্মচারী। অভিযুক্ত বিগত ০৩ মাস পূর্বে ভিকটিমের বাসায় আসিয়া ডিস লাইন সংযোগ দেওয়ার সময় ভিকটিমের সাথে পরিচয় হয়। উক্ত পরিচয়ের সুবাদে অভিযুক্তের সহিত ভিকটিমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম গত ২২/০৫/২০২৪ইং তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় কোচিং করার উদ্দেশ্যে তাহার স্কুলে গিয়ে বাসায় ফিরে না আসায় ভিকটিমের খালা আত্মীয় স্বজনসহ তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে জানিতে পারে যে, ভিকটিম ও বর্ণিত অভিযুক্তসহ কুমিল্লা জেলাধীন দেবীদ্বার থানায় এলাকায় আছে। তখন বাদীর প্রতিবেশী সহ কুমিল্লা জেলাধীন দেবীদ্বার এলাকাস্থ স্কয়ার হাসপাতালের সামনে হইতে ভিকটিম ও বর্ণিত অভিযুক্তকে ২৫/০৫/২০২৪ইং তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় আটক করে। আটক পরবর্তীতে তাহাদেরকে ২৫/০৫/২০২৪ইং তারিখ বায়েজিদ বোস্তামী থানায় বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় নিয়ে আসে। ভিকটিমকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায় বর্ণিত অভিযুক্ত তাকে বিয়ের প্রলোভন দেখায়াইয়া গত ২২/০৫/২০২৪ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় কোচিং শেষে বায়েজিদ বোস্তামী থানাধীন আলমগীর সড়ক ২নং রোড শাহাদাত ভ্যারাইটিজ স্টোরের সামনে রাস্তার উপর হইতে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করিয়া খুলশী থানাধীন সনি স্টার গলি রিংকুর বিল্ডিং এর ৩য় তলায় নিয়ে যায়। পরবর্তীতে একই তারিখ রাত অনুমান ১০.৫০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন অলংকার মোড়স্থ হোটেল এশিয়ান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের রুম নং-৬০২ এ নিয়ে যায়। উক্ত হোটেল রুমে থাকাকালিন অর্থাৎ ২২/০৫/২০২৪ইং তারিখ রাত অনুমান ১০.৫০ ঘটিকা হইতে ২৩/০৫/২০২৪ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকা পর্যন্ত ভিকটিমকে বর্ণিত অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখাইয়া একাধিকবার ধর্ষণ করে। পরের দিন অর্থাৎ ২৩/০৫/২০২৪ইং সকাল অনুমান ১২.০০ ঘটিকার সময় বর্ণিত অভিযুক্ত ভিকটিমকে বর্ণিত হোটেল হইতে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় অভিযুক্তের পরিচিত বন্ধুর বাসা বাকলিয়া থানাধীন নয়া মসজিদ পশ্চিম পাড়া ইসমাইল ফয়েজ রোড আবুলের ভাড়াঘরের ৩য় তলায় নিয়ে গিয়ে পুনরায় বিয়ের প্রলোভন দেখাইয়া একাধিকবার ধর্ষণ করে। অভিযুক্তের বন্ধুর বাসা হইতে ২৪/০৫/২০২৪ইং তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় বাহির হইয়া ১২.৩০ ঘটিকার ট্রেনে করিয়া কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন স্কয়ার হাসপাতালের সামনে নিয়ে যায়। ভিকটিম ও অভিযুক্তের অবস্থান সম্পর্কে বাদী জানার পর তাহাদেরকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন স্কয়ার হাসপাতালের সামনে হইতে আটক করে। অভিযুক্ত মোঃ আকাশ (২৪) গত ২২/০৫/২০২৪ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় ভিকটিমকে বায়েজিদ বোস্তামী থানাধীন আলমগীর সড়ক ২নং রোড শাহাদাত ভ্যারাইটিজ স্টোরের সামনে রাস্তার উপর হইতে কৌশলে অপহরণ করিয়া চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখাইয়া একাধিকবার ধর্ষণ করে। সংবাদাতার এজাহারের ভিত্তিতে মামলা রুজু হয়।
মামলাটির তদন্তভার এসআই/মোঃ নাছির উদ্দিন এর নিকট অর্পন করা হয়। বর্ণিত অভিযুক্ত মোঃ আকাশ (২৪) কে গত ২৫/০৫/২০২৪ইং তারিখ বায়েজিদ বোস্তামী থানা কমম্পাউন্ড থেকে বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় গ্রেফতার পূর্বক হেফাজতে নেন। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এই সংক্রান্তে সূত্র ঃ বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৩৬, তাং-২৫/০৫/২০২৪ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১) রুজু হয়। মামলাটি এসআই/মোঃ নাছির উদ্দিন তদন্ত করিতেছে। মামলাটি তদন্তাধীন।
গ্রেফতারকৃত অভিযুক্তর নাম ও ঠিকানাঃ
মোঃ আকাশ (২৪), পিতা-মোঃ ফুল মিয়া, মাতা-রহিমা বেগম, স্ত্রী-নাসরিন আক্তার, সাং-বরিছারা, মোল্লা বাড়ি, পোঃ চন্দ্রনাইল, থানা- ভাঙ্গুরা, জেলা-কুমিল্লা, বর্তমানে-বার্মা কলোনী, কামালের বাড়ীর পাশে মনোয়ারার বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’ কর্মস্থল রাজীব নেটওয়ার্ক থ্রি ইন ওয়ান হাই স্পীড ইন্টারনেট সার্ভিস, বার্মা কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।