দেশি নিউজ-
মার্কিন খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো পোশাক আমদানি কমিয়ে দেওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটিতে রপ্তানি কমেছে।
সংশ্লিষ্ট খাতের রপ্তানিকারকরা বলছেন, গ্যাস-বিদ্যুতের সংকট এবং গভীর সমুদ্রবন্দর না থাকায় ক্রেতাদের চাহিদামতো সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে পারছেন না তারা। এ ছাড়া লোহিত সাগর সংকটের কারণে প্রভাব পড়েছে খাতটিতে। যথাসময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অন্য উৎস থেকে আমদানি করছে ক্রেতা দেশগুলো। এই কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাক রপ্তানি কমেছে।
মার্কিন বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে প্রায় ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭৫ কোটি ডলারে। আবার গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ১৯ দশমিক ২৪ শতাংশ কমে ১১৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বস্ত্র ও তৈরি পোশাকের সম্মিলিত রপ্তানি ১৭ দশমিক ৩৭ শতাংশ কমে ১৮১ কোটি ডলারে নেমেছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply