স্বপন কুমার রায়, খুলনা –
দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখ যুবরাজের আনারস প্রতিকের পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন ৫জুন আর এই নির্বাচন কে সামনে রেখে আজ ৩০ মে বৃহস্পতিবার যুবলীগ নেতা তন্ময় রায়ের নেতৃত্বে শেখ যুবরাজের আনারস প্রতিকের পক্ষে শতাধিক মোটর সাইকেল বহর বাজুয়া থেকে উপজেলা সদর চালনা, চালনা পৌরসভা,পানখালী,তিলডাঙ্গা বিশেষ বিশেষ সড়ক এর পয়েন্টে শেখ যুবরাজের আনারস প্রতিকের পক্ষে লিপলেট বিতরণ ও গণসংযোগ করেন।এসময় উপস্হিত ছিলেন লাউডোব আ,লীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি অমারেশ মৃধা,ইউপি সদস্য বিকাশ বাইন,সুব্রত সরদার,পরিমল সরদার,জাহাঙ্গীর হাওলাদার, ,লোকেন রায়,অজয় বাইন,সহ নেতাকর্মি বৃন্দ
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply