দেশি নিউজ-
কয়েক বছর ধরে বাংলাদেশের বৈদেশিক ঋণ দ্রুত বাড়ছে। যদিও এ সময় বেসরকারি ঋণ কিছুটা কম হারে বেড়েছে। তবে সরকারি খাতের বৈদেশিক ঋণ বৃদ্ধি পেয়েছে অনেক বেশি হারে। ফলে ২০২৩ সাল শেষে দেশের মোট বৈদেশিক ঋণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করে। অথচ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয়েক বছর ধরে হ্রাস পাচ্ছে। এতে বৈদেশিক ঋণ পরিশোধ সক্ষমতা ক্রমেই কমছে।
২০১৮ সাল শেষে বাংলাদেশের বিদেশি ঋণ স্থিতি ছিল ৫৭ দশমিক ০৭ বিলিয়ন ডলার। ২০১৯ সালের ডিসেম্বর শেষে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৬৩ বিলিয়ন ডলার। ২০২০ সালে তা আরও বেড়ে হয় ৭৩ দশমিক ০২ বিলিয়ন ডলার, ২০২১ সালে ৯১ দশমিক ০১ বিলিয়ন ও ২০২২ সালে ৯৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০২৩ সাল শেষে বৈদেশিক ঋণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এই পাঁচ বছরের ব্যবধানে বিদেশি ঋণ বৃদ্ধি পেয়েছে ৪৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।