দেশি নিউজ-
‘ওয়াসার পানিতে এখনো তীব্র দুর্গন্ধ; খাওয়া যায় না, রান্নায়ও ব্যবহার করা যায় না। সরবরাহ কিছুটা বাড়লেও পানির মানে কোনো পরিবর্তন হয়নি।’ হতাশা আর ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন রাজধানীর জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। পানির মান নিয়ে এমন অভিযোগের পাশাপাশি রাজধানীর একটি বড় অংশে পানির সুবিধাই দিতে পারেনি ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। তারপরও পাঁচ বছরে ঢাকা ওয়াসা পানি বিক্রি করে রাজধানীবাসীর কাছ থেকে প্রায় এক হাজার কোটি টাকা লাভ করেছে। এবার মূল্যস্ফীতি সমন্বয়ের কথা বলে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ১ জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের ১০ শতাংশ হারে বাড়তি দাম গুনতে হবে। এ নিয়ে গত ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়ানো হলো।
এভাবে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি, খাদ্য সবকিছুর দামই আসলে বাড়তে থাকবে। কারণ, সরকার এখন নাগরিকদের দায়িত্ব নিতে চায় না। সরকার নাগরিকদের থেকে এভাবে টাকা লুটে নিয়ে তার উন্নয়নের নামে লুটপাটের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে মুক্তি চায়