দেশি নিউজ-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশে, যা আগের মাসে ছিল ১০ দশমিক ২২ শতাংশ। গত বছরের মে মাসে তা ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।
চলতি অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতিকে ৬ শতাংশের মধ্যে আটকে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। কিন্তু নানা পদক্ষেপ নিয়েও তা কোনোভাবেই ৯ শতাংশের নিচে নামানো যায়নি। দেশে সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে টানা ২৪ মাস ধরে। গত ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply