কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড বড় কুমিরা জেলে পাড়ার প্রায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের নিকটস্হ কুমিরা সাগরকূলে গঙ্গাস্নান করতে গিয়ে দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার সাগর উপকূলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার অনিল দাশের মেয়ে খুশি দাশ(৮)ও একই পাড়ার রানা দাশের মেয়ে কিশোরী দাশ(১০)।
দুইজন মৃর্ত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।
স্থানীয়দের একাধিক সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় আজও বেলা ১১টার দিকে কুমিরা ইউনিয়নের জেলেপাড়া উদ্যোগে পূর্নার্থীরা গঙ্গাস্নান দিতে যায় প্রায় ৫/৬ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ছোট ছোট শিশুরা। যখন তারা গঙ্গাস্নান করতে সাগরে নামেন তখন সমুদ্রে জোয়ার ছিল। গঙ্গাস্নান শেষে কূলে উঠার সময় সমুদ্রে জোয়ারের পানি দূত ভাটা পড়ছিল। এ সময় হুড়াহুড়ি করে সমুদ্র কিনারায় উঠতে গিয়ে পদদলিত হয়ে খুশি দাস ও কিশোরী দাস নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পরে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদেরকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলেপাড়ার গৌরাঙ্গ দাশ আমাদের সময় কে বলেন, আমরা গঙ্গাস্নান করে কিনারায় উঠতে গিয়ে হুড়াহুড়ির মধ্যে দুই শিশু পদদলিত হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে তাদের অচেতন অবস্হায় পাওয়া গেলে দ্রুত হাসপাতাল নিয়ে যায়,ডাক্তার বলছে তারা মৃত।
কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, সমুদ্রের যে জায়গায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, ওই জায়গায় এর আগেও বেশ কয়েকজন লোক মারা গেছে। জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ।তাদের কে স্হান পরিবর্তন করতে বলা হলেও শুনেনি।
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন আমাদের সময় কে বলেন, গঙ্গাস্নান করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে শুনে আমরা দ্রুত ঘটনাস্হলে যাই, নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর দুই শিশুকে অচেতন অবস্হায় খুঁজে পাওয়া যায়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply