কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বড় ভাই জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় কবরে পাশে কাঁদতে কাঁদতে অসুস্হ হয়ে পরদিন মারা গেছেন ছোট ভাই। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের আব্দুল গাফফার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া দুভাই হলেন মোবারক হোসেন (৩২) ও শাখাওয়াত হোসেন (২৬)। তারা মৃত নুরুল আফছারের ছেলে।
স্হানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জন্ডিসে আক্রান্ত থাকার পর ঈদের আগের দিন রোববার (১৬ জুন) বাড়িতে মারা যান মোবারক হোসেন। বন্ধুর মতো ছোট ভাই পরদিন কোরবানীর গোস্ত ও রুটি নিয়ে ভাইয়ের কবরে যান,রুটি রান্না কীা গোস্ত নিয়ে কবরের পাশে কাঁদতে থাকেন,তুমি না খেলে আমিও খাবোনা বলতে থাকেন,, হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছোটভাই শাখাওয়াত হোসেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা সাকিবুল ইসলাম বলেন, ‘মারা যাওয়া মোবারক ও শাখাওয়াত আমার বন্ধু এমদাদের বড় ও মেজ ভাই। তারা দুজনই বিবাহিত। মোবারক হোসেনের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এবং শাখাওয়াত হোসেন আরেকটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।’
ভাইয়ের প্রতি ভাইয়ের এই নজির বিহীন ভালবাসা এলাকায় রেকর্ড সৃষ্টি করেছে।