ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানা পুলিশের উদ্যোগে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বন্যার্তদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন সুরমা, ছেলা, পিয়াইন, বটেরখাল নদী সহ আশপাশের খাল বিল ও হাওড়ের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার্ত মানুষেররা নিরুপায় হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যাকবলিত আশ্রয়হীন অসহায় মানুষদের সেবায় সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণের পাশাপাশি অদ্য ২১ জুন, ২০২৪খ্রিঃ তারিখ ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম এর সহায়তায় ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, সঙ্গীয় ফোর্স সহ ছাতক থানাধীন ১নং ইসলামপুর ইউপির অন্তর্গত ইসলামপুর গ্রামের বেদে পল্লীতে অসহায় বন্যার্তদের মধ্যে ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ জরুরী ঔষধপত্র সহ বিভিন্ন ধরণে চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন পুলিশের উদ্যোগে বন্যার্তদের মধ্যে বিভিন্ন ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply