এম.মখলিছ খান-
সিলেটের শহরতলীর ধোপাগুলা বাজারে মহানগর ডিবি পুলিশের অভিযানে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে মহানগর ডিবি পুলিশের টিম চিনি উদ্ধার করে ও একটি ট্রাক জব্দ করে।
এদিন রাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি বিমানবন্দর থানাধীন ধোপাগুলা বাজারের সামনে চেকপোস্ট বসানো হয়।
এ সময় কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন হলুদ-নীল রংয়ের টাটা হাইড্রলিক ট্রাক সিলেট শহরের দিকে আসছিল। ট্রাকটি থামার জন্য সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত গতিতে (বাইপাস পয়েন্ট-কোম্পানীগঞ্জ) কাকুয়ারপাড় রাস্তার ওপর গাড়ি রেখে অজ্ঞাতনামা চালক ও তার একজন অজ্ঞাতনামা সহযোগী গাড়ি থেকে নেমে পূর্ব পার্শ্বের জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ১৩০ বস্তা ভারতীয় চিনি ও ট্রাকটি জব্দ করে। উদ্ধার হওয়া চিনির বাজার দর ৭ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।