কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন(MFJF) কর্তৃক ৫ম বারের মত আজ ৩০ জুন থেকে শুরু হয়ে গেল পরিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা( Road to light SSC-2024) সীতাকুণ্ডের পরিক্ষার্থীদের যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার লক্ষ্যে এলবিয়ন গ্রুপ এর সহযোগীতায় MFJF এর এই উদ্যোগ।
রবিবার ৩০ জুন সকাল ১০ ঘটিকায় শুরু করা হয় প্রথম দিন ফিতা কাটার মাধ্যমে উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ও এমএফজেএফ( MFJF) এর
উপদেষ্টাবৃন্দ এবং কমিটি সদস্যদের উপস্থিতিতে সুন্দরভাবে শুরু হলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ফ্রি বাস সেবা।
২০২২ সালে শুরু হওয়া এই সেবাটি আবারও ৬ষ্ঠ বারের মতো গৃহীত হয়েছে যাতে সীতাকুণ্ড এর পরীক্ষার্থীদের যাতায়াত সংক্রান্ত কোনো সমস্যায় পরতে না হয়; তারা যেন নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারে। পরীক্ষার্থীদের নিশ্চিন্তে এবং নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।সম্প্রতি এটি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
যাত্রা শুরু থেকে এই পর্যন্ত মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন বেশ কয়েকটি সমাজসেবামূলক কার্যক্রম করেছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করা, একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা, সমাজের বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের সু্যোগ করে দেওয়া Such এসবের মাধ্যমে মানুষকে একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করাই মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর মূল লক্ষ্য পর্যন্ত।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply