কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুন্ডের কুমিরা উত্তর মসজিদ্দায় এলাকায় বিএসটিআই অনুমোদন ব্যতিরেকে পিভিসি পাইপ তৈরি ও বিএসটিআই এর জাল লাইসেন্স প্রদর্শন করার দায়ে “দি ওয়েভ অব চিটাগং” নামক প্রতিষ্টান কে বিএসটিআই আইনে ৫০,০০০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিএসটিআই অনুমোদন ব্যতীত উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন বি এস টি আই কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও সীতাকুণ্ড মডেল থানার একটিম সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিন প্রতিনিধি কে জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।