ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সুহেল মিয়া (৪৫)কে আটক করেছে পুলিশ। সে পৌরসভার ১নং ওওয়ার্ডের ফকিরটিলা এলাকার চান মিয়ার ছেলে।
শনিবার বেলা ৩টার দিকে ছাতক পৌরসভার রহমতভাগ এলাকা থেকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আয়েশা বেগমকে মারধর করে তার স্বামী সিএনজি অটো রিকশা চালক সুহেল মিয়া। গুরুতর আহত অবস্থায় সম্প্রতি তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে সুহেলকে আটক করে থানায় নিয়ে আসেন। নিহত আয়েশা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের বাসিন্দা। সে সুহেল মিয়ার দ্বিতীয় স্ত্রী।
ছাতক থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। তবে লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply