বিশেষ প্রতিনিধিঃ
-বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বাড়াতে ভারত থেকে আমদানি করা হয়েছে ১১টি ‘মাইন প্রটেকটেড ভেহিকেল’ (৯ জুলাই) মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে এসব মাইন প্রটেকটেড ভেহিকেল বেনাপোল বন্দরে প্রবেশ করে। বুধবার (১০ জুলাই) বন্দর থেকে ভেহিকেলগুলো খালাস হবে। মাইন প্রটেকটেড ভেহিকেল দেখতে সীমান্তে ভিড় করেন উৎসুক জনতা।এদিকে যানবাহনগুলোর সুরক্ষায় বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দরের পরিচালক রেজাউল করিম।
১১টি মাইন প্রটেকটেড ভেহিকেলের আমদানিমূল্য ৩৮ লাখ ৫ হাজার ৩৯ মার্কিন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি।
এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে এ ধরনের সামরিক যান আমদানি করা হয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে দ্রুত খালাসে বন্দরের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply