সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রহমতপুর রেল লাইন সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা কালে সুমন নামে এক যুবককে নেশা করে মাতলামি করা অবস্হায় হাতেনাতে ধরে একমাসের বিনাশ্রমে সাজা ও দুইশত টাকা জরিমানা করা হযেছে।
সীতাকুণ্ড সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিন আমাদের সময় কে জানায়,কুমিরা রেললাইন এলাকায় দিনে দুপুরের মাদক বেচাকেনা ও নেশা পান করে জনগনের শান্তি বিনষ্ট করে কিছু দুষ্ট যুবক অভিযোগ পেয়ে আজ রবিবার সকাল ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনা করি,,এই সময় অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় মোহাম্মদ সুমন(২৫),পিতা: মৃত মোহাম্মদ ইউসুফ, সাং- রহমতপুর, ৬ নং ওয়ার্ড, কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।তিনি বলেন,যেখানেই অভিযোগ পাবো সেখানেই অভিযান চলবে এবং সাথে সাথে সাজা দেয়া হবে।নেশা জগত থেকে আক্রান্ত সকল যুবকদের কে সুস্হ জীবন যাপন করার পরামর্শ দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম ও তাঁর টিম। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান সব সময় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply