দেশি নিউজ-
ঢাবি থেকে গণ-পদযাত্রা শুরু করে বহু পুলিশি বাধা ডিঙ্গিয়ে বঙ্গভবনে গিয়েছে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ জনের প্রতিনিধিদল রাষ্ট্রপতি চুপ্পুর সামরিক সচিবের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করে দাবি আদায়ের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।
[video width="1920" height="1080" mp4="https://www.deshynews24.com/wp-content/uploads/2024/07/VID_20240714_131052_567.mp4"][/video]
২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখা না গেলে শিক্ষার্থীরা পুনরায় কঠোর কর্মসূচী দিবে বলে ঘোষণা দিয়েছে। তাদের দাবি ২৪ ঘন্টার মধ্যেই জরুরি সংসদ অধিবেশন ডেকে হলেও সরকারি চাকরির সকল স্তরে কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে আইন পাশ করতে হবে। এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটামও দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।