ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। (গত ১৪ জুলাই)রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হাতে-নাতে আটকের পর অর্থ দণ্ড দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর উত্তর পাশে সুরমা নদীর তীরে পরিত্যক্ত একটি ঘরে প্রতিদিন জুয়াড়িদের জুয়ার আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযান করে জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে পাঁচজন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃত জুয়াড়িরা হলেন, ছাতক পৌরসভার মঙ্গলপাড়া মহল্লার মৃত ইসরাব আলীর ছেলে তেরাব আলী (৪৬), কোম্পানীগঞ্জের ইছাকলস এলাকার মৃত ইমরান আলীর ছেলে বাদশা মিয়া (৫১), ছাতক পৌরসভার বাগবাড়ির মৃত আরজু মিয়ার ছেলে কামাল মিয়া (৪৭), কোম্পানীগঞ্জের ইছাকলস এলাকার মৃত আবদুল মুন্নাফের ছেলে উকিল আলী (৪৭) ও ছাতকের কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের তোতা মিয়ার ছেলে ফকর আলী (৪৯)। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন, আটককৃতদের উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ আবু নাছের মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি ২শ’ টাকা করে অর্থদণ্ড আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply