জামিল হোসেন-
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজারে সোমবার (১৫ জুলাই ) বিকেলে দক্ষিণ ছাতক উপজেলার দাবীতে গোলটেবিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রবীণ সমাজহিতৈষী ও রাজনীতিবিদ জনাব আশিক মিয়া মাসুক এর সভাপতিত্বে এবং সমন্বয়ক এ টি এম কয়েস এর উপস্থাপনায় - বক্তব্য রাখেন ভাতগাঁও এর বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হাকিম,বিশিষ্ট সমাজহিতৈষী ময়না মিয়া,বিশিষ্ট শিক্ষানুরাগী ও যুব সংগঠক সাবেক ছাত্র নেতা সাদিকুর রহমান সাদিক,দোলার বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি,সাবেক ছাত্র নেতা এম এ ছালাম, মিডিয়া ব্যক্তিত্ব তানভীর সোহেল ,মানবাধিকার কর্মী লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজহিতৈষী মুশফিকুর রহমান । জনতার দক্ষিণ ছাতক উপজেলার দাবীতে আলোচনাসভার নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেন- দক্ষিণ ছাতক নাগরিক ফোরাম এর সভাপতি আকরাম আলী রুবিজ।
বক্তারা তাদের বক্ত্যবে বলেন,
দক্ষিণ ছাতক উপজেলা আমাদের প্রাণের দাবী' দক্ষিণ ছাতক উপজেলা নিয়ে কূটচাল আর নীল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে জনতা ঐক্যবদ্ধ ভাবে 'এই দাবী আদায়ে আমাদের কে আন্দোলনে নামতে হবে, এটি দক্ষিণ ছাতকবাসীর দীর্ঘদিনের দাবী,রাজপথে আন্দোলনে নেমে অধিকার আদায় করতে হবে, ছাতক উপজেলা নিয়ে ষড়যন্ত্র রুখতে হবে, জনতার দাবী নিয়ে আমরা সকলে গর্জে উঠি' তরুন ছাত্র যুবকদের সকলে আসুন দক্ষিণ ছাতক উপজেলার দাবীতে সোচ্চার হই' দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন এটি আমাদের সময়ের দাবী সংগ্রাম ছাড়া দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন সম্ভব নয়' তাই আগামীতে আন্দোলন এর কর্মসূচী দেওয়া হবে।
দোলার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ আহমদ জমির, বারগুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি নিজাম উদ্দিন,দোলার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজহিতৈষী ও যুবনেতা নেছার আহমদ খলিল, সমাজকর্মী ফখর উদ্দিন, ছড়াকার রজব আলী,সংবাদকর্মী রুমেন আহমদ,তরুন সমাজকর্মী জুনেদ আহমদ, ব্যবসায়ী আঙ্গুর মিয়া,জুয়েল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।