দেশি নিউজ অনলাইনঃ
দেশজুড়ে চলছে কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচি, এতে দেশের প্রায় সব জাগায় চলছে পুলিশ ও ছাত্রলীগের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সংঘর্ষ!
কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে।
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানিয়েছেন, বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে চারজন মারা গেছে। ৭০ জন ভর্তি আছে। এছাড়া পাঁচজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশের গুলিতে নিহতরা হলেন সামসুজ্জামানের ছেলে জাহিদুজ্জামান তানভির (২৫), আব্দুল জলিলের ছেলে সিরাজ (৩৫), মাহমুদের ছেলে আসিফ হাসান (২০) ও জসিম ৪৫।
এদিকে উত্তরায় অবস্থিতি বেসরকারি আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বেসরকারি নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।
হাসপাতালের প্রিন্সিপাল সাব্বির আহমেদ খান জানান, এই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১২০ জন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি।
এর আগে, মাদারীপুরে সংঘর্ষ চলাকালে পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার ফায়ার সার্ভিস।
এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত আরো প্রায় আড়াইশজন উত্তরার বেসরকারি ক্রিসেন্ট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
হাসপাতালের জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন,‘অন্তত ২০০ থেকে ২৫০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কেউ ভর্তি নেই এ মুহূর্তে। আহত আরো আসছে এখনো। তবে, সংখ্যা বলা যাচ্ছে না। এ হাসপাতালে আহতদের কেউ মারা যায়নি।’
সূত্র : বিবিসি ও অন্যান্য
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply