দেশি নিউজ –
বিদ্যুৎ খাত শুরু থেকেই অপরিকল্পিতভাবে পরিচালিত হতে থাকে। ১৫ বছরে তিনটি মাস্টারপ্ল্যান করা হলেও সেগুলো ছিল অনেকটাই বাস্তবতা বিবর্জিত। এরপরও মাস্টারপ্ল্যান বাদ দিয়ে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লাইসেন্স দেয়া হয়। আর এসব বিষয় নিয়ে যাতে কোনো ধরনের আইনি প্রশ্ন না উঠে এজন্য ২০১০ সালেই বিতর্কিত দায়মুক্তি প্রণয়ন করে সরকার। ২ বছরের জন্য প্রণীত আইনটির নাম ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’।
যদিও পরে কয়েক দফা আইনটির মেয়াদ বৃদ্ধি করা হয়। এর মধ্যে ২০১২ সালে ২ বছর, ২০১৪ সালে ৪ বছর, ২০১৮ সালে ৩ বছর এবং সর্বশেষ ২০২১ সালে ৫ বছরের জন্য আইনটির মেয়াদ বাড়ানো হয়। ২০২১ সালে সংশোধন করা আইনটি ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১’ ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ মাত্র দুই বছরের জন্য আইন করা হলেও তা ১৫ বছর ধরে চলছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply