নিউজ ডেস্কঃ
বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার(২২আগস্ট ) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, উজানের পানি ধেয়ে এসে এই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনোপ্রকার আগাম সতর্কতা ও প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে।
না জানিয়ে হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে “ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে” বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের জনগণবিরোধী এই ধরনের নীতি থেকে ভারতকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ– শিক্ষার্থী ও জনগণ ভারতের এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে।
বাংলাদেশ ও ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ বের করার কথাও বলেন তিনি।
আমরা আশা করবো, ভারত-বাংলাদেশের সম্পর্কের ভেতরে কোনও টানাপোড়েন যেন না রাখা হয়। ন্যায্যতার ভিত্তিতেই যেন ভারত-বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।