দেশি নিউজ-
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা পৃথক চিঠিতে তাদের পদ স্থগিত করা হয়। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো।
সারাদেশে আরও যারা টাকা খেয়ে আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও নিরাপদে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সুত্রে জানা যায়।