সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সরকারী মালামাল চেয়ারম্যানের ব্যক্তিগত গুদাম থেকে উদ্ধার করেছে স্হানীয় জনতা,টহল সেনাবাহিনী এগুলো জব্ধ করেছে।
স্হানীয় সূত্রৈ জানা যায়,ভাটিযালী এলাকাবাসীদের কে বিনা মূল্যে দেয়ার জন্য সরকার বেশকিছু সোলার,ব্যাটারী,আইপিএস সরবরাহ করে,চেয়ারম্যান নাজিম উদ্দিন ৪০ টি আইপিএস সেট পরিষদ থেকে এককিলো দূরে তাঁর ব্যক্তিগত গুদামে
লুকিয়ে রাখে আত্মসাৎ করার মানসে
স্হানীয় লোকজন জানতে পেরে গতকাল রাত ৮ টায় উক্ত গুদামে তল্লাসী চালায় স্হানীয় জনতা,এসময়
গুদামে ৪০ টি আইপিএস সেট,বেশ কিছু ড্রাম ও বিভিন্ন মালামাল উদ্ধার করে।এসময় সেনাবাহিনীকে খবর দিলে তাদের একটি টিম ঘটনাস্হলে উপস্হিত হয়ে মালামালগুলো জব্ধ করে গুদামে দাযিত্বরত কেয়ার টেকারের জিম্মায় রাখেন।
এব্যাপারে চেয়ারম্যানের মতামত জানতে চাইতে কযেকবার মুটেফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
ইউএনও কে এম রফিকুল ইসলাম জানায়,চেয়ারম্যানের ব্যাক্তিগত গুদাম থেকে কিছু সরকারী মালামাল উদ্ধারের কবর পেযেছে,সত্যি হলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply