সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে মিনি ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী বাবা,মেয়ে দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮ টায ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরের সি সাইড ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর গ্রামের মোল্লা বাড়ির মফিজুর রহমান বুলুর ছেলে মোঃ কাউসার আলম (৪০) ও তাঁর মেয়ে জান্নাতুল মাওয়া তাশমিয়া (১৩), দূর্ঘটনায় আহত হয়েছে বড় মেয়ে তাওরিত (১৬)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাউসার মোটরসাইকেল যোগে তার দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ফৌজদারহাট এলাকার সি সাইড ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে একটি পিকআপের সাথে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় কাউসার। আহত দুই মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ছোট মেয়ে জান্নাতুল মাওয়া তাশমিয়াও মারা যায়। বড় মেয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানায়।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ আমাদের সময় কে বলেন, একটি মোটর সাইকেলকে পিকআপে ধাক্কা দিলে ঘটনাস্থলে কাউসার মারা যায়। অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজন মারা যায়।
স্হানীয়রা আরো জানায়, পাক্কার রাস্তার মাথায় একটি বৃহৎ ইস্পাত কারখানার সামনে সব সময় শত শত ট্রাক দাড়ানো থাকে,ফলে গাড়ী যাতাযাতে বড় বাধা। যার কারনে এখানে ঘন ঘন দূর্ঘটনা ঘটে থাকে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply