এস এম শিবা,
সিলেটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “শহীদি মার্চ” কর্মসূচি পালন করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের একমাস পূর্তিতে সারা দেশেরন্যায় সিলেটেও এ কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিলেট মহানগরীর চৌহাট্টার বিজয় চত্বর থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।
এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন৷
“শহীদি মার্চ” নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রা শুরু হয়ে কর্মসূচি থেকে পাঁচ দাবি জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,
ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
দাবিগুলো হলো—
১.গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
২. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।
৩. প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
৪. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে।
৫. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply