এম মখলিছ খানঃ
কোম্পানীগঞ্জে কর্মহীন দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেলসহ ১২ কেজি খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় রেড ক্রিসেন্ট এর উপদেষ্টা আব্দুস শুকুর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাবেক আহবায়ক আব্দুল মন্নান মনাফ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বোরহান উদ্দিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, বাণিজ্য বিষয়ক সম্পাদক উসমান খান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজিজুল হক, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি এলাইছ মেম্বার, সিনিয়র সহ সভাপতি আবুল বাশার বাদশা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন আরিফ, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি শাহাদাত খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা জসিম উদ্দিন জসু, রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।