শাহরিয়ার সুমনঃ
খাদেমানে গাউছিয়া চরণদ্বীপ দরবার শরীফ স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যােগে বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে ৪৫ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও গাউছে জামান হযরত মাওলানা শাহসূফী শেখ আবুল বশর ফারুকী (র.) এর চন্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক আজিমুশ্বান মিলাদ মাহফিল গতকাল ১৬ই রবিউল আওয়াল, ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সদারত ও আখেরি মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) শাহজাদা আল্লামা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.) ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)। মাহফিলে আলোচনা পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা শায়েস্তা খান আজহারী, আল্লামা বাকী বিল্লাহ আজহারী, ডক্টর আল্লামা নুরুন্নবী আজহারী, আল্লামা ওমর ফারুক নঈমী, হাফেজ মাওলানা রবিউল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ সৈয়দুল হক খান। মাহফিলে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দসহ আরো অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রখ্যাত ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply