কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডে মোটর সাইকেলের পেছনে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্হলে ইউনিয়ন জামায়াত সেক্রেটারী নিহত হয়েছে।
গত সোমবার সকাল ১০টায় বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে পৌর সদর বাজারের দিকে আসার পথে পন্থিছিলা এলাকা অতিক্রমের সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াত সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন (৩৮) ঘটনাস্হলে মারা যায়।এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।নিহত মো. আনোয়ার হোসেন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ধর্মপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলীর ছেলে।আছরের নামাজের পর তার জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।এসময় উপস্হিত ছিলেন,সাবেক এমপি চট্টগ্রাম মহানগরী আমির মোঃ শাহজাহান চৌধরী,মহানগর নায়েবে আমির নজরুল ইসলাম,মহানগর সেক্রেটারী নুরুল আমিন,জেলা সেক্রেটারী আলাউদ্দিন সিকদার,উপজেলা সাবেক আমির তাওহীদুল হক চৌধরী,বর্তমান উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান সহ মহানগর ও জেলা নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।