সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড স্টেশন সংলগ্ন এলাকায় ঢাকা মুখি রেললাইনে ঝাঁপ দিয়ে এক কলেজ ছাত্রের আত্মহত্যা করেছে।
নিহত দেবনাথ উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের খেদারখীল গ্রামের দিনাস দেবনাথের ছেলে। সে বিজয় স্মরণী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।আজ মঙ্গরবার সকালে এঘটনা ঘটে
নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রেম সংক্রান্ত বিষয়ে গোবিন্দ দেবনাথ ট্রেনে ঝাঁপ দেয়। এতে তার শরীরের অংশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরে তার দ্বিখন্ডিত শরীরের অংশ রেল পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই বিশ্বনাথ বলেন, ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে রেলওয়ে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।