সিলেট প্রতিনিধিঃ
কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়।
বুধবার (২ অক্টোবর ) দুপুরে সিলেট নগরী চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
"আওয়ামী লীগের ফ্যাসিস্ট, গণহত্যার দোসর" অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিচারপ্রক্রিয়া স্থগিতের দাবির বিবৃতি দানকারী ফ্যাসিস্ট প্র. সায়েমকে হকৃবির ভিসি পদে নিয়োগ প্রদানের প্রতিবাদ জানিয়ে ও নিয়োগ বাতিলের দাবি ও মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী সহ আর অনেকেই।