মেহেদী হাসান অপূর্বঃ
সিলেটের বন্দরবাজার এলাকা থেকে একটি অ্যান্টি রায়টগান (গ্যাসগান) উদ্ধার করেছে র্যাব।
শনিবার (৫ অক্টোবর) রাতে বন্দরবাজার রংমহল টাওয়ারের পূর্বপাশে পরিত্যক্ত একটি টিনশেড ঘরের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রটি সিলেট মহানগরের আওতাধীন বিভিন্ন থানা বা ফাঁড়ী থেকে যে সকল অস্ত্র লুট হয়েছে তার মধ্যে যে কোন একটি হতে পারে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পরিত্যক্ত ওই টিনের ঘরে অভিযান চালিয়ে ৩৮ মিলিমিটার গ্যাসগানটি উদ্ধার করা হয়। এবং অস্ত্রটির ব্যাপারে যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে