মোঃজামিল হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট বিশ্বনাথ দৌলতপুর গ্রামের কৃতি সন্তান মাওঃ মঈন উদ্দিন হাদীস ডাবল টাইটেল সম্পুর্ণ করেছেন।
তিনি সিলেট বিশ্বনাথ উপজেলার,দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর উত্তর পাড়া (বর্তমানে নতুন পাড়া) গ্রামে জন্ম গ্রহন করেন।
প্রবল ইচ্ছে এবং পরিশ্রম করে ডবল টাইটেল (মাস্টার্স) হাদীস এবং ফিকাহ (মুফতি) প্রথম বিভাগে উত্তীর্ণ হোন।
পিতাঃ মোঃ ছিদ্দেক আলী।
মাতাঃ ছফিনা বেগম।
লেখাপড়ার পিছনে সবচেয়ে বড় অবদান রাখেন ওনার ভাই হাঃ আব্দুর রহমান।
জানা যায়,ছোট বেলা থেকে ভাই হাঃ আব্দুর রহমানের ইচ্ছে ছিলো মাওঃ মঈন উদ্দিন যেন লেখাপড়া করে গ্রামের সুনাম অর্জন করে।তার ধারাবাহিকতায় ছোট বেলায় নিজের সঙ্গে রেখে ভাইয়ের পিছনে লেখাপড়ার খরচ বহন করেন।
মাওঃ মঈন উদ্দিন একজন মেধাবী ছাত্র ছিলেন ছোট কাল থেকে।
প্রাইমারি শেষ করেন নতুন হাবড়া বাজার দাখিল মাদরাসা থেকে।
এরপর ওনার ভাই আব্দুর রহমান তাকে লেখা পড়ার সুবিধার্থে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি করান “লতিফিয়া ইরশাদিয়া দখিল মাদরাসা” গোয়াহরি।
সেখান থেকে দাখিল পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হোন।
এরপর আলিম ক্লাসে ভর্তি হোন “দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসায়” সেখানে তিনি ব্যাচের এক নাম্বার ছাত্র হিসেবে ছিলেন এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেয়ে কৃতিত্ব অর্জন করেন।
মাওঃ মঈন উদ্দিনের ছোট কাল থেকে একটা আশা ছিলো তিনি “সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা” থেকে টাইটেল দিবেন।
অবশেষে ২০২০ সালে হাদীস বিষয় নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হোন এবং ২০২২ সালে ফিকাহ (মুফতি) বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হোন।
উল্লেখ্য,মাওঃ মঈন উদ্দিন সাহেব “দারু ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের” একজন কুরআনের খাদিম হিসেবে ১ যুগ যাবৎ প্রধানক্বারীর দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে ওনি খামিছ স্তরের একজন কুরআনের খাদিম৷
মাওঃ মঈন উদ্দিন সাহেবের কাছ থেকে জানতে পারলাম ওনি বর্তমানে সুনামগঞ্জ জেলার,ছাতক উপজেলার বৃহত্তর পালপুর গ্রামে দৃষ্টিনন্দন মসজিদ “পালপুল শাহী জামে মসজিদে” ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর এই সফলতায় গ্রামবাসী খুবই আনন্দিত।
অবশেষে মাওঃ মঈন উদ্দিন সাহেব সর্ব প্রথম আল্লাহ পাকের , শিক্ষক মহোদয়গনের এবং পিতা মাতার শোকরিয়া আদায় করেন।
তিনি দেশ বাসীর কাছে এই দোয়া কামনা করেন আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের দা’ঈ হিসেবে কবুল করুন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply