কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের সাবেক দুই এমপি দিদারুল আলম ও এস এম আল মামুন সহ মোট ৫৩ জনের নামে ও ৭০/৮০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। বাদীর বাড়ীঘরে ৫ দফা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে কোটি টাকার ক্ষয়ক্ষতি করে,বাড়ীর লোকজনদের ওপর হামলা করে আহত করে।
মামলার বাদী মো,অহিদুল ইসলাম চৌধুরী (শরীফ)
প্রতিনিধি কে জানায়, আওয়ামীলীগের সরকারের আমলে ০৪/০৩/২০১৩ ইং,২৬/০৩/২০১৬ ইং, ১৮/২২/২০১৮ ইং,০৭/১২/২০২২ ইং ও ২৮/০৮/২০২০২৩ ইংরেজী এই পাঁচ দফা দুই এমপির নেতৃত্বে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্র লীগ,কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগ সহ দলের বিভিন্ন নেতাকর্মী একত্রিত হয়ে বাদীর সীতাকুন্ড বারৈয়াঢালা ইউনিয়নের দঃ ফেদায়নগর বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি করে,এসময় তাঁর বাড়ীর মহিলা সহ লোকজনকে মারধর করে বাড়ী ছেড়ে চলে যেতে বলে।
এব্যাপারে থানা পুলিশকে একাধিকবার ফোন করলেও
পুলিশ কোনো প্রতিকার না করে উল্টো আমাকে (বাদী) শাসিয়েছে আমার অবস্হান জানতে চেয়েছেন।
বর্তমানে আইনশৃঙ্খলা নিরপেক্ষ বলে মামলা করতে পেরেছি।
বাদী সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন বি,এন,পি, বর্তমানে সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ, সহ-সাধারণ সম্পাদক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply