আন্তর্জাতিক ডেস্কঃ
সারি সারি বিধ্বস্ত ভবন। বিদ্যুৎ নেই; পানির সংকট। খাবার নেই; ক্ষুধার্ত মানুষের হাহাকার। মৃতদের একসঙ্গে শায়িত করা হচ্ছে একই কবরে। বাবার কাঁধে উঠছে শিশুসন্তানের লাশ; মা মারা যাচ্ছেন সন্তানের চোখের সামনে। মুহুর্মুহু বৃষ্টির মতো পড়ছে বোমা। বিকট শব্দে আকাশ কাঁপছে। স্কুল, আশ্রয়শিবির, হাসপাতাল, মসজিদ ও গির্জা ধসে পড়ছে। যে শিশুটির স্কুলে যাওয়ার কথা ছিল, বোমার আঘাত নিয়ে সে হাসপাতালে কাতরাচ্ছে।
এসব চিত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার। আজ গাজায় ইসরায়েলের আগ্রাসনের এক বছর পূর্ণ হলো। এ বাস্তবতায় প্রশ্ন উঠছে, মানবিক বিপর্যয়, নিপীড়ন ও বঞ্চনার মধ্যে গাজায় কি যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল বিজয়ী হয়েছে? ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা হামাস কি হেরে গেছে?
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। কিন্তু এখনও সংগঠনটির নেতৃত্বে আছেন ইয়াহিয়া সিনওয়ারের মতো নেতা। ধারণা করা হয়, সিনওয়ার গাজাতেই আছেন। ইসরায়েল এক বছরের লড়াইয়ে হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদেরও উদ্ধার করতে পারেনি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply