সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড পৌরসভার ৮নং দক্ষিণ ইদিলপুর মল্লিক বাড়ী পূঁজা মন্ডব ও ৭নং আমিরাবাদ যাদব মাষ্টার বাড়ী পূঁজা মন্ডব উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর তাওহীদুল হক চৌধরী পরিদর্শন করেছেন।
আজ রাত সাড়ে ৭টায় পৌরসভার ৮নং দক্ষিণ ইদিলপুর মল্লিক বাড়ির নবজাগরণ সনাতন সংঘ পূঁজা মন্ডপ পরিদর্শনে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর,বিশিষ্ট সমাজ সেবক,আলেমেদ্বীন ও পৌরসভার সাবেক মেয়র প্রার্থী তাওহীদুল হক বলেন,ইসলাম এমন একটি ধর্ম তা সকল ধর্মের প্রতি সমান অধিকার রাখে।তাই যেকোনো ধরনের সমস্যায় পড়লে আমাকে জানাবেন।
অপরদিকে সেখান থেকে ৭নং আমিরাবাদ যাদব মাষ্টার বাড়ি পূঁজা মন্ডপে পরিদর্শনে গেলে সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত প্রচার সম্পাদক সঞ্জজয় চৌধুরীর পরিচালনায় ও পূঁজা কমিটির সভাপতি রতন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক উপজেলা আমির তাওহীদুল হক চৌধরী সবার কাছে তাদের পূঁজা মন্ডপে কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলে পূঁজা মন্ডপে আসা পূর্ণার্থীরা সকলে বলেন ‘না’। তিনি আরো বলেন কোনো ধরনের হুমকি বা কোনো সমস্যা হলে তাঁকে জানানোর জন্য।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply