বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামে হত্যা: তিন নেতাকে বহিষ্কার করল বিএনপি।
চট্টগ্রাম নগরের বায়েজিদে আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ ও তার ভাই নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কৃষক দল নগর শাখার যুগ্ম আহ্বায়ক শাহ আলম।
আজ রবিবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী।
শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরের বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির মো. সবুজ ও শান্তিনগর কলোনির মো. শাহ আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শান্তিনগর এলাকার যুবক মো. ইমন নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়।
সংঘর্ষের খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে গেলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘পুলিশের গাড়ির ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সহকারি পুলিশ কমিশনার বায়েজিত জোনের বেলায়েত বলেন, ইমন হত্য মামলা হয়েছে খুনের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকা যত বড় অপরাধী হোক না কেন তাদেরকে অবশ্য আইনের আওতায় আনবো,
গেটে টাকা কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে সংঘর্ষ, হাত ভাঙল বরেরগেটে টাকা কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে সংঘর্ষ, হাত ভাঙল বরের
পুলিশ জানায়, বহিষ্কৃত ছাত্রদল নেতা সাইফুল এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। গত ২৫ সেপ্টেম্বর রাতে চাঁদা না পেয়ে খুলশী থানাধীন কর্ণফুলী কাঁচাবাজারে সামনের রেললাইনে বসা দুই দোকানি আলাউদ্দিন ও রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার দলের লোকজন। এরপর গত ২৯ সেপ্টেম্বর রাতে কুঞ্জছায়া এলাকায় শাহজাহান ওরফে আকাশ নামে এক ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালায় সাইফুল ও তার অনুসারীরা। মহানগর ছাত্রদলের এই নেতার (সাইফুল) বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ২৩ টি এবং তার ভাই স্বেচ্ছাসেবক দল নেতা সবুজের বিরুদ্ধে ৩০ টি মামলা রয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply