মেহেদী হাসান অপূর্বঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলো খুলে দেওয়ায় শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছে।
মঙ্গলবার(১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়।সকাল থেকে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছেন।
উল্লেখ্য যে বৈষম্য বিরোদী আন্দোলনের পর শিক্ষার্থীদের সুষম বণ্টনের মাধ্যমে হলে সিট প্রদানের জন্য প্রশাসন শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।এরই প্রেক্ষিতে আবাসিক শিক্ষার্থীরা হল ছেড়ে দেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৮ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের হলে সিট প্রদানের জন্য আবেদনের বিজ্ঞপ্তি দেয়। ১৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সময়ে যাচাই বাচাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সিট প্রদান করেন।৮ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আজ থেকে হলে উঠতে শুরু করেছেন।
এছাড়াও সৈয়দ মুজতবা আলি হল ৮ অক্টোবর খুলে দেওয়ায় হয় আবাসিক শিক্ষার্থীদের জন্য।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply